হারের ভয়ে খড়্গপুর সদরে হিরণকে প্রার্থী বিজেপির

একইসঙ্গে বুধবার বাঁকুড়ার বড়জোরা কেন্দ্রের দলীয় প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে বিজেপি। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। এই দুটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোটে প্রতিটি আসনেই প্রার্থীদের নাম প্রকাশ করে দিল বিজেপি।

March 11, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

যাবতীয় জল্পনার অবসান। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) খড়্গপুর সদর কেন্দ্রে দলের রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষকে প্রার্থী করল না বিজেপি (BJP)। পরিবর্তে সংশ্লিষ্ট বিধানসভা আসনে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) টিকিট দিল বিজেপি। যিনি অভিনেতা হিরণ হিসেবেই বেশি পরিচিত। একইসঙ্গে বুধবার বাঁকুড়ার বড়জোরা কেন্দ্রের দলীয় প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে বিজেপি। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। এই দুটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোটে প্রতিটি আসনেই প্রার্থীদের নাম প্রকাশ করে দিল বিজেপি।

ইতিপূর্বে দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনার মধ্যেই তুমুল জল্পনার সৃষ্টি হয়েছিল যে, খড়্গপুর সদরে ফের দিলীপবাবুকে প্রার্থী করা হতে পারে। এমনকী দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশও তাই চেয়েছিল। কিন্তু শেষমেশ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামে সায় দিল না।

এদিকে, বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন, কলকাতার ব্রিগেড সমাবেশের ভিড় থেকেই স্পষ্ট, রাজ্যে এবার পালাবদল হচ্ছে। রাজ্যের দলীয় এমপিদের এই ব্যাপারে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন রাজ্যের নির্বাচনী প্রচারে ৪০ জন তারকা প্রচারকের নামও প্রকাশ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেই সেই তালিকায় নাম রয়েছে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তর। ৪০ জনের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে একঝাঁক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরও। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা ছাড়া এই তালিকার অন্যান্য উল্লেখযোগ্য নামগুলি হল রাজনাথ সিং, নীতিন গাদকারি, অর্জুন মুণ্ডা. ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, মনসুখভাই মাণ্ডব্য, জুয়াল ওরাম, বাবুলাল মারাণ্ডি, রঘুবর দাস প্রমুখ।

বাংলার দু’জন কেন্দ্রীয় মন্ত্রীর নামও এই তালিকায় আছে। এছাড়া কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, নরোত্তম মিশ্রর মতো বিজেপি নেতৃত্বের নামও রয়েছে দলের তারকা প্রচারকের তালিকায়। সরকারি সূত্রের খবর, ৪০ জনের তালিকায় নাম না থাকলেও বাংলার বিধানসভা নির্বাচনে প্রচার করতে যাবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen