অনির্বাণের গানে শেষে “রেগে” গেল BJP! দায়ের মামলা

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাংলা রক ব্যান্ড হুলিগানইজমের একটি ব্যঙ্গাত্মক র‍্যাপ গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক।

September 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাংলা রক ব্যান্ড হুলিগানইজমের একটি ব্যঙ্গাত্মক র‍্যাপ গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল, সিপিআইএম, বিজেপি – সব দলের নেতাদের নিয়ে ব্যঙ্গ করা হলেও তৃণমূল ছাড়া বাকি দু’জন অফেন্স নিয়ে নিয়েছেন। সিপিএম নিজেদের “ক্ষোভ” সোশ্যাল মিডিয়ায় সীমিত রেখে নিজেদের সৎ প্রমাণ করতে থাকলেও, অনির্বাণের ব্যান্ডের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলো বিজেপি।

“তুমি মস্তি করবে জানি” শীর্ষক এই গানটিতে বাম থেকে ডান, কেন্দ্র-রাজ্য – সকল রাজনৈতিক দলকেই লক্ষ্য করে তীর্যক মন্তব্য করা হয়েছে, যার জেরে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি পুলিশি অভিযোগ (police complaint) দায়ের করেছেন।

নয় মিনিটের এই পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ের রাজনীতি ও সমাজকে ব্যঙ্গ করা হয়েছে। বিতর্কিত এসআইআর (SIR – Special Intensive Revision) থেকে শুরু করে দেশে মন্দির-মসজিদ বিবাদ, এমনকী পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজনৈতিক পতন এবং এক তৃণমূল নেতার ‘রেগে যাওয়ার প্রবণতা’ নিয়েও ব্যঙ্গ রয়েছে গানে।

গানটি বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) লক্ষ্য করে এসআইআরের বিষয়টি তুলে ধরে। এই অভিযোগে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতির দাবি, অনির্বাণ ও তার ব্যান্ড “সনাতন ধর্ম ও সনাতনীদের বিদ্রূপ করছে”। তাঁর অভিযোগে বলা হয়েছে, “এই মন্তব্যগুলো সাধারণ মতামত নয়, বরং ইচ্ছাকৃতভাবে আমার ধর্মীয় বিশ্বাস এবং সনাতনীদের অনুভূতিকে আঘাত করা হয়েছে। আমাদের অনুভূতিকে আঘাত করে তাঁর ব্যান্ডের প্রচার করার জন্যই এটি করা হয়েছে।” তিনি আইনের অধীনে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের বিরুদ্ধে দণ্ডবিধি কার্যকর করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মজার ছলেই নিয়েছেন গানটিকে। যাঁর রেগে যাওয়ার প্রবণতা নিয়ে ঠাট্টা করেছিলেন অনির্বাণ, তিনিই একমাত্র রেগে যাননি। অন্যদিকে সিপিএমের শতরূপ ঘোষ মুখে হাঁসির ছলে গানটিকে নিলেও বামপন্থী নেটিজেনরা আক্রমণ শানিয়েছেন অনির্বাণের উদ্দেশ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen