পাঁচ লক্ষ বলে ৫ হাজার? ধারালি বিপর্যয়ে ক্ষতিপূরণ-প্রতিশ্রুতি না-রাখার অভিযোগ BJP সরকারের বিরুদ্ধে
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হঠাৎই হড়পা বান আসে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: সব হারিয়ে ফেলা মানুষদের ক্ষতিপূরণ নিয়েও জুমলা ডবল ইঞ্জিন বিজেপি সরকারের? এমন অভিযোগ উঠছে দুর্যোগপীড়িত ক্ষতিগ্রস্তদের তরফে। ধারালি বিপর্যয়ের পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু স্বজন হারা, সর্বস্ব খোয়ানো পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ হাজার টাকার চেক! বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে দুর্যোগ কবলিত উত্তরকাশীতে।
অনুদান প্রত্যাখান করে ইতিমধ্যেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁদের অভিযোগ, এই অনুদান যথেষ্ট নয়। উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার পর যথাযথ অনুদান দেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হঠাৎই হড়পা বান আসে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়ের এলাকা। নেটমাধ্যমে ভাইরাল হয় প্রকৃতির তাণ্ডবলীলার ভিডিও। দেখা গিয়েছে, জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, দোকান, মানুষ সমেত গ্রাম। অসমর্থিত সূত্রের খবর, হড়পা বানে বহু বাড়িঘর, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোম স্টে ভেসে গিয়েছে। ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। সরকারি মতে, মৃতের সংখ্যা ৫।
উদ্ধারকাজ শুরু করে রাজ্য সরকার এবং জতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আশ্বাস দেন, যাঁদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। দুর্যোগে নিহতদের পরিবার প্রতিও ওই একই পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি। বিজেপি শাসিত রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি পালন করছে না বলেই অভিযোগ উঠছে। ৫ লক্ষ বলে মাত্র ৫ হাজার টাকা দেওয়ার অভিযোগ তুলে এবার পথে নেমেছে স্বজনহারা, সর্বহারা পরিবারেরা।