কোন দল থেকে কে প্রতিনিধি দলে থাকবেন, তা BJP সরকার ঠিক করতে পারে না, মত অভিষেকের

May 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪৭: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বিশ্বের দরবারে পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়ার প্রমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলে সাংসদ, মুখপাত্রদের নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল গড়া হয়েছে। দেশে দেশে ঘুরে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খোলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিনিধি দলকে। সেই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র। খবর মিলেছে, ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। পরদিনই তৃণমূলের তরফে ইউসুফের প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল রবিবার রাত থেকে। সোমবার সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কারণ ব্যাখ্যা করে, দলের অবস্থান স্পষ্ট করে দিলেন।

অভিষেক সাফ জানান, তৃণমূলের তরফে কোন প্রতিনিধি যাবেন, তা একমাত্র তৃণমূলই ঠিক করবে। বিজেপি তা ঠিক করার কে? ইউসুফকে এই দলে অন্তর্ভুক্ত করার আগে তৃণমূলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর, মত অভিষেকের। তিনি আরও জানান, দেশের স্বার্থে তৃণমূল কেন্দ্র সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।

এদিন অভিষেক প্রশ্ন তোলেন, “পহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের সমস্ত পদক্ষেপের পাশে তৃণমূল থাকা সত্ত্বেও কীভাবে আলোচনা না-করে দলের প্রতিনিধির নাম ঠিক করল বিজেপি? মনে রাখবেন, তৃণমূলই একমাত্র দল, যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ইস্যুতে কেন্দ্রকে সবরকম সমর্থন জানিয়েছে স্রেফ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে।” তিনি আরও বলেন, “কাউকে ছোট না করেই বলতে চাই, ওই প্রতিনিধি দলে এমন একজনের থাকা উচিত যিনি সবদিক থেকে দলকে ভরসা জোগাতে পারবেন। দলের কী নীতি, আভ্যন্তরীণ বিষয়, সর্বভারতীয় বিষয়ে ব্যাখ্যা যিনি যথাযথভাবে দিতে পারবেন।”

অন্যদিকে, তৃণমূল বিবৃতি দিয়ে জানায়, “দেশের সুরক্ষার স্বার্থে কেন্দ্র যে পদক্ষেপ করবে, রাজনৈতিক মতভেদ ভুলে আমরা তা সমর্থন জানানোর নীতিতে বিশ্বাসী। বিদেশনীতি কেন্দ্রের বিষয়। কেন্দ্রই তা নিয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তৃণমূলের কোনও ভূমিকা নেই।”

এসএসসি আন্দোলন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, “গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের আছে. শুধু বাংলা নয়, সব রাজ্যের মানুষেরই এই অধিকার আছে। আমি কোনোভাবে ওদের আন্দোলনকে ছোট করতে বা রাজনৈতিক রঙে রাঙাতে চাই না। যারা আন্দোলন করছে তাদের কাছে আমার অনুরোধ আমরা কোন হিংসাত্মক আন্দোলন চাই না। দেখলাম জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছেন। ১০০ দিনের কাজ নিয়ে আমরা দিল্লিতে আন্দোলন করেছি অহিংসার পথ অবলম্বন করে। আন্দোলন যেন হিংস্র না, হয়, বল প্রয়োগ করে কোন সরকারি সম্পত্তি নষ্ট যেন না হয়, তাহলে আন্দোলনের যে সারমর্ম সেটা হারিয়ে যায় বলে আমার বিশ্বাস। সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে। বিচার ব্যবস্থায়র ওপর ভরসা রাখুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen