সমাজ মাধ্যমে নজরদারি-নিয়ন্ত্রণ, অভিষেকের প্রশ্নের জবাবে হিসাব দিল না BJP সরকার!

মোদী আমলে সমাজ মাধ্যমে নজরদারির অভিযোগ ওঠে বার বার। এক্স, মেটার মতো নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নোটিশ পাঠিয়ে বিভিন্ন পোস্ট ডিলিট করার কথা বলা হয় বিজেপি সরকারের পক্ষ থেকে। সম্প্রতি কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাছে এহেন নোটিশের সংখ্যা জানতে চেয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন করেন। পাশাপাশি এমন কত নোটিশ পাঠানো হয়েছে, তার কোনও লিস্ট বিজেপি সরকারকে কাছে আছে কি-না জানতে চান অভিষেক। কোন পদ্ধতিতে এই নোটিশ কার্যকর করা হয়, তাও জানতে চান তিনি।

March 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে সমাজ মাধ্যমে নজরদারির অভিযোগ ওঠে বার বার। এক্স, মেটার মতো নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নোটিশ পাঠিয়ে বিভিন্ন পোস্ট ডিলিট করার কথা বলা হয় বিজেপি সরকারের পক্ষ থেকে। সম্প্রতি কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাছে এহেন নোটিশের সংখ্যা জানতে চেয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন করেন। পাশাপাশি এমন কত নোটিশ পাঠানো হয়েছে, তার কোনও লিস্ট বিজেপি সরকারকে কাছে আছে কি-না জানতে চান অভিষেক। কোন পদ্ধতিতে এই নোটিশ কার্যকর করা হয়, তাও জানতে চান তিনি।

প্রশ্নের উত্তর বুধবার লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। উত্তরে কোনও পরিসংখ্যান উল্লেখ করেননি মোদীর মন্ত্রী।

দেখে নিন কী উত্তর দিলেন তিনি

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen