৬ মাসে দিল্লিকে ধ্বংস করে দিয়েছে বিজেপি, সাংসদ আবাসে আগুন নিয়ে আক্রমণ শানালেন কেজরিওয়াল

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: বৃহস্পতিবার দিল্লির সাংসদ আবাস ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তীব্র সমালোচনার মুখে দিল্লি সরকার। এই বহুতল ভবনে থাকেন বেশ কয়েকজন লোকসভা ও রাজ্যসভা সদস্য, আর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার কারণে অগ্নি নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনার একদিন পরই আম আদমি পার্টি (AAP) বিজেপির নেতৃত্বাধীন দিল্লি সরকারকে সরাসরি নিশানা করে। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, “রাজধানীকে ধ্বংস করেছে” রেখা গুপ্তা সরকার।

শনিবার বিকেলে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের এক উপরের তলায় অগ্নিকাণ্ড শুরু হয়। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবনটি উদ্বোধন করেছিলেন। অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলের শেয়ার করা ছবির এক্স পোস্টটি কেজরিওয়াল শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, ভবনের সামনে অংশ সম্পূর্ণভাবে জ্বলেছে ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেজরিওয়াল লিখেছেন, “মাত্র ছয় মাসে দিল্লির সবকিছু ধ্বংস করেছে বিজেপি।”

তিনি আরও বলেছেন, “বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপি আজ দিল্লি পরিচালনাতে হিমশিম খাচ্ছে। রাজ্যসভা সদস্যদের আবাস যদি এ অবস্থায় থাকে, সাধারণ মানুষ কীভাবে নিরাপদ বোধ করবে, কল্পনাই করা যায়।”

ঘটনার দিনেই গোখলের পোস্টে উল্লেখিত ছিল, এই বহুতল অ্যাপার্টমেন্টে জরুরি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দিল্লি সরকারের অব্যবস্থাপনা প্রকট। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধান করে কেন্দ্রীয় সরকার, পিডব্লিউডি, তবুও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen