নজরদারির গুজরাতি মডেল সারা দেশে লাগু করেছে বিজেপি: মহুয়া মৈত্র

তিনি টুইটে লেখেন, ‘আমরা বাংলার পতাকাকে ওপরে তোলার জন্যে গর্বিত। ঠিক যেভাবে গুজরাতি বাবুদের নজরদারির অভ্যাসকে জাতীয় মডেল বানিয়েছে বিজেপি।’

July 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার সংস্কৃতিকে অপমান করার জন্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একহাত নিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

পেগাসাস (Pegasus) স্পাইওয়্যার ইস্যুতে সংসদে কার্যত চরম পরিস্থিতি তৈরি হয় গতকাল। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিবৃতি পাঠের সময়ই তাঁর কাগজ কেড়ে নেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। এই ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী মন্তব্য করেন, বাংলার হিংসার সংস্কৃতিকে সংসদে নিয়ে এসেছে তৃণমূল (TMC)।

আর তারপরই মন্ত্রীকে কড়া জবাব দিলেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে লেখেন, ‘আমরা বাংলার পতাকাকে ওপরে তোলার জন্যে গর্বিত। ঠিক যেভাবে গুজরাতি বাবুদের নজরদারির অভ্যাসকে জাতীয় মডেল বানিয়েছে বিজেপি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen