Matua: মতুয়াদের CAA-র ফর্ম ভরাচ্ছে বিজেপি! “সবাই নাগরিক”, পাল্টা তৃণমূল

২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে বাংলায় (West Bengal) সিএএ (CAA) নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হলো আবারও বনগাঁ থেকে।

August 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০.৩৫ : ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে বাংলায় (West Bengal) সিএএ (CAA) নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হলো আবারও বনগাঁ থেকে। বাগদার (Bagda) পর এবার মতুয়া (Matua) অধ্যুষিত ঠাকুরনগর (Thakurnagar) এলাকায় নাগরিকত্ব (Citizenship) ফর্ম পূরণের জন্য ক্যাম্প করেছে বিজেপি (BJP)। এর জবাবে তৃণমূল কংগ্রেস (TMC) আগেই পাল্টা ক্যাম্প করে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছে। এবার সরাসরি মাঠে নেমেছে সারা ভারত মতুয়া মহাসংঘ (All India Matua Mahasangha)।

ঠাকুরনগরের নাটমন্দিরে (Natmandir) মতুয়া মহাসংঘের তরফে একটি CAA ফর্ম ফিলআপ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। নদিয়া (Nadia), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা, হাওড়া (Howrah) সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ এই শিবিরে যোগ দিয়েছেন। সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন মতুয়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতারা।

মতুয়া মহাসংঘের এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ২০২৬ ভোটের ইস্যু গরম করার চেষ্টা হিসেবে। কারণ, মতুয়া ভোটাররা বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজেপি ইতিমধ্যেই বনগাঁ মহকুমার একাধিক এলাকায় CAA ফর্ম পূরণের ক্যাম্প করছে। দলের নেতারা দাবি করছেন, “যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পায়নি, তাদের সাহায্য করাই আমাদের লক্ষ্য।”

তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করে বলছে, “বিজেপি ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করছে। যাদের ভোটার কার্ড (Voter ID), আধার (Aadhaar), রেশন কার্ড (Ration Card) আছে, তারা সবাই ভারতের নাগরিক। CAA নিয়ে ভয় দেখানোর দরকার নেই।”

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি মতুয়া ভোটারদের সমর্থন পেয়েছিল। কিন্তু পরে অনেকেই তৃণমূলের দিকে ফিরে গেছেন। এখন CAA ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি আবার মতুয়া ভোটারদের কাছে পৌঁছতে চাইছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen