কর্মীর অভাবে দক্ষিণ দিনাজপুরে বিপাকে পড়েছে বিজেপি
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, পৃষ্ঠা প্রমুখ কর্মসূচি আমরা হাতে নিয়েছি।

বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের বিজেপিমুখী করতে পৃষ্ঠা প্রমুখ নামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কর্মীর অভাবে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় মুখ থুবড়ে পড়েছে। জেলা জুড়ে মোট ১৩০৫টি বুথ রয়েছে। বিজেপি (BJP) সূত্রেই জানা গিয়েছে, প্রায় ২০০টি বুথে এখনও কমিটি গঠন হয়নি। কোনও কোনও বুথে কমিটি থাকলেও কর্মীরা সক্রিয় নয়। স্বাভাবিক ভাবে বুথ কমিটির অভাবে পৃষ্ঠা প্রমুখ কর্মসূচি বড়সড় ধাক্কা খেয়েছে। লোকসভা নির্বাচনে বড় সাফল্য পাবার পরে এখনও পর্যন্ত প্রতিটি বুথে কমিটি গঠন না হওয়ায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের আগে এমন অবস্থা থাকলে ভোটে তার প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, পৃষ্ঠা প্রমুখ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যেভাবে কর্মসূচি করতে বলা হয়েছে সেভাবে করা হচ্ছে। প্রত্যেক বুথে আমাদের কমিটি নেই। সেই বুথগুলিতে কর্মসূচি করতে সমস্যা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই প্রতিটি বুথে কমিটি তৈরি হয়ে যাবে। এখন কত বুথে কমিটি নেই সেই হিসেবে না দেখে বলতে পারব না। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ললিতা তিগ্গা বলেন, যেভাবে নিত্যদিন দ্রব্যমূল্য বৃদ্ধি করছে তাতে বিজেপিকে কেউ আর সমর্থন করছে না। বিজেপির কর্মীরা এখন তৃণমূলকে সমর্থন করছে। যেকারণে তারা বুথে কমিটি তৈরির জন্য কর্মী খুঁজে পাচ্ছে না।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রের তরফে রাজ্য বিজেপিকে পৃষ্ঠা প্রমুখ নামক একটি কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রত্যেকটি বুথে যে ভোটার তালিকা রয়েছে তার প্রত্যেকটি পৃষ্ঠায় ৩০ জন করে দুই দিক মিলিয়ে ৬০ জন ভোটার রয়েছে। সেই ৬০ জন ভোটারের দায়িত্ব বিজেপির একজন কর্মীর উপর দেওয়া হয়েছে। ৬০ জনকে চিহ্নিত করে তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে। ফোন নম্বর থেকে হোয়াটস অ্যাপ নম্বর সংগ্রহ নিয়ে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদের সমস্যা শুনে সেগুলি সমাধান করার দায়িত্বে বিজেপির সেই কর্মীর উপর থাকবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি ভোটারদের কাছে তুলে ধরতে হবে। সেই কর্মসূচি ইতিমধ্যে জেলা জুড়ে শুরু করে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচি করতে গিয়ে বিজেপি নেতৃত্ব সমস্যায় পড়েছে। একাধিক বুথে কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না। বুথ কমিটি থাকলেও বিজেপি কর্মীরা পৃষ্ঠা প্রমুখ কর্মসূচি হাতে নিতে চাইছে না। অন্যদিকে প্রতিটি বুথে কমিটি না থাকার বিষয়টি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। স্বাভাবিক ভাবে বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচি যেভাবে জেলায় ধাক্কা খেয়েছে তাতে আগামীতে উঠে দাঁড়ানো নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।