পাট্টাতেই কেল্লাফতে রাজ্যের, উত্তরে জমি হারাচ্ছে BJP?

চা শ্রমিকদের পাট্টা ইস্যুতে রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি পাহাড়। রবিবার জিটিএর ডাকা সর্বদলীয় বৈঠকে শ্রমিক সংগঠনগুলি রাজ্যের সমীক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

November 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চা শ্রমিকদের পাট্টা ইস্যুতে রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি পাহাড়। রবিবার জিটিএর ডাকা সর্বদলীয় বৈঠকে শ্রমিক সংগঠনগুলি রাজ্যের সমীক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই জমি জরিপ কমিটি গঠন করতে পারে জিটিএ। লোকসভা ভোটের প্রাক্কালে পাহাড়ে কার্যত আরও কোণঠাসা হয়ে পড়ল গেরুয়া শিবির।

দার্জিলিং ও কালিম্পঙে চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান নিয়ে সমীক্ষা প্রায় তিনমাস ধরে আটকে রয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। চা শ্রমিকদের কাছে কত জমি রয়েছে, তা নিয়ে সমীক্ষার নির্দেশ দিয়েছে। কত পরিমাণ জমি চা শ্রমিকরা পাট্টা পাবেন নির্দেশিকায় তা উল্লেখ করা হয়নি। রবিবার কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সর্বদলীয় বৈঠক করে জিটিএ। সেখানে জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা ছাড়াও বিজিপিএমের শ্রমিক সংগঠনের নেতা জেবি তামাং, সভাসদ সতীশ পোখরেল, জয়েন্ট ফোরামের সুরজ শর্মা সহ অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

বিজিপিএমের শ্রমিক সংগঠন চা বাগানের শ্রমিকদের জমির সমীক্ষা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ২৪টি শ্রমিক সংগঠনের জোট জয়েন্ট ফোরামের বক্তব্যও এক। প্রায় প্রতিটি শ্রমিক সংগঠনই বলছে, রাজ্যের উদ্যোগে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তাতে পাহাড়বাসী উপকৃত হবেন। 

লোকসভা ভোটের আগে এই ঘটনায় পাহাড়ের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতে বিজেপি উত্তরের মাটিতে আরও জমি হারাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen