ভুয়ো তথ্য ছড়িয়ে বাংলাকে ফের কলঙ্কিত করার চেষ্টা! বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল

বিহারে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিওকে সামাজিক মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তা বাংলায় ঘটেছে। এই অপপ্রচার চালাচ্ছে বিজেপির আইটি সেল

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ০৯:২১: বাংলাকে উদ্দেশ্যমূলকভাবে কলঙ্কিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিহারে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিওকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তা বাংলায় ঘটেছে। অভিযোগ, এই অপপ্রচার চালাচ্ছে অমিত মালব্যের নেতৃত্বে বিজেপির আইটি সেল।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “বাংলাকে বদনাম করার জন্য বিজেপি এই ভুয়ো প্রচারের আশ্রয় নিচ্ছে। ডবল ইঞ্জিন সরকার পরিচালিত বিহারের ঘটনা বাংলার নামে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যকে কালিমালিপ্ত করা।”

মন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে বিজেপি পুরনো কৌশলেই ফিরেছে। “ওদের সিলেবাসে রয়েছে তিনটি বিষয়-মিথ্যা, অপপ্রচার আর ভুয়ো খবর,” কটাক্ষ শশী পাঁজার।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে কোনও কিছু পোস্ট করার আগে সবার উচিত তথ্য যাচাই করে নেওয়া।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে এর আগেও বাংলার নামে একাধিক ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার সেই একই রকম প্রচারকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক তীব্র হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen