উত্তরবঙ্গেও গোষ্ঠী কোন্দল নিয়ে তিতি বিরক্ত রাজ্য বিজেপি

জলপাইগুড়িতে আটটি বিধানসভায় মোট ২০০৬ টি বুথ রয়েছে। নির্দেশে বলা হয়েছে প্রতিটি বুথে দলের কর্মীদের ভূমিকা নজরদারি বাহিনী লক্ষ্য রাখবেন।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোষ্ঠী কোন্দলের ঘটনায় তিতিবিরক্ত রাজ্য বিজেপি (BJP)। জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় দলের অভ্যন্তরীণ বিবাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য নজরদারি বাহিনী তৈরি করার নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তাঁদের আশংকা আটটি বিধানসভা ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকলেও অভ্যন্তরীণ বিরোধ জলপাইগুড়ি জেলায় দলকে বিপাকে ফেলতে পারে, সেজন্যেই নজরদারি বাহিনী তৈরি করে কারা গোষ্ঠী কোন্দলের সাথে যুক্ত তা খুঁজে বের করতে চাইছেন তাঁরা। তারপর তাঁদের নির্বাচণে দায়িত্বে না রেখে সংঘবদ্ধ ভাবে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবিষয়ে বলেন, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সম্পর্কে আমি জানি। দলের সাফল্যের ক্ষেত্রে যারা বাঁধা হয়ে দাঁড়াবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জলপাইগুড়িতে আটটি বিধানসভায় (West Bengal Assembly Election 2021) মোট ২০০৬ টি বুথ রয়েছে। নির্দেশে বলা হয়েছে প্রতিটি বুথে দলের কর্মীদের ভূমিকা নজরদারি বাহিনী লক্ষ্য রাখবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen