আম্পানের ত্রাণ নিয়ে অভিযোগ জানতে নয়া ওয়েব পোর্টাল দিলীপ ঘোষের
amaderdilipda.in/cyclone-amphan– এই পোর্টালে অভিযোগ জানানো যাবে
আম্পানে ক্ষতিগ্রস্থদের ত্রাণ না-পাওয়া নিয়ে অভিযোগ জানাতে এবার পোর্টাল চালু করল রাজ্য বিজেপি । আরও বিস্তারিত বললে, এবার থেকে এই সংক্রান্ত অভিযোগ নেবেন স্বয়ং বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিলীপ ঘোষ বলেন, “সব অভিযোগ এবার থেকে পোর্টালের মাধ্যমে জানাতে পারবেন মানুষ। এই সব অভিযোগ নিয়ে তালিকা বানিয়ে কেন্দ্রকে জানাবো ।”
আম্পানে ক্ষতিগ্রস্থদের ত্রান না পাওয়া এবং এ বিষয়ে স্বজনপোষণের অভিযোগকে সামনে রেখে শাসকদল তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি । বিভিন্ন জায়গায় টাকা ফেরানোর ঘটনাও ঘটছে রাজ্য জুড়ে। এরই মধ্যে পোর্টালের মাধ্যমে অভিযোগ গ্রহণের নতুন পদ্ধতি নিঃসন্দেহে অভিনব বলেই মনে করছে রাজনৈতিক মহল। amaderdilipda.in/cyclone-amphan– এই পোর্টালে অভিযোগ জানানো যাবে৷

রবিবারই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যে ৮০ হাজার বুথের মধ্যে এক হাজার বুথে সমস্যা হয়েছে। দল কাউকে রেয়াত করেনি বলেও মন্তব্য করেছিলেন তিনি। সোমবার পাল্টা মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, “এক হাজারের হিসেব কোথা থেকে পাচ্ছেন পার্থবাবু? সর্বত্র হয়েছে। আসলে শাস্তি দেওয়া একটা নাটক। সবই মাননীয়ার ভাবমূর্তিকে উজ্বল করার মরিয়া চেষ্টা।”
এদিন আবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে এক হাত নেন বিজেপি সভাপতি। বলেন, “সবচেয়ে বেশি দুর্নীতি খাদ্যমন্ত্রীর এলাকায় হয়েছে। দল কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?” দিলীপের সুরেই এদিন সুর মিলিয়ে আরেক নেতা রাহুল সিনহা কথায়, “টাকা ফেরানোও আসলে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যারা ক্ষমতাসীন গোষ্ঠীর লোক নয়, তারা টাকা ফেরত দিচ্ছে। যারা ক্ষমতার কেন্দ্রে, তাদের সব ছাড়৷”
রাজনৈতিক মহলের মতে, আম্পানের ত্রাণ নিয়ে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, ঠিক তখনই পোর্টাল মারফৎ অভিযোগ নেওয়ার উদ্যোগ নিয়ে নিজেকে আরও প্রাসঙ্গিক করতে চাইছেন দিলীপ ঘোষ।