শিশু ধর্ষণ মামলায় ৪০ বছরের কারাদণ্ডের সাজা কেরলের বিজেপি নেতাকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৪০: কেরলের পালাথাই ধর্ষণ মামলায় এক ঐতিহাসিক রায়ে থালাসেরি শিশু সুরক্ষা (POCSO) ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত বিজেপি (BJP) নেতা ও শিক্ষক কে. পদ্মরাজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। আদালত ১৪ই নভেম্বর একাধিক পকসো ধারা ও ভারতীয় দণ্ডবিধির অধীনে তাকে দোষী সাব্যস্ত করে। রায়ে দু’টি পকসো ধারায় মোট ৪০ বছরের কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে মৃত্যুপর্যন্ত যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর এই রায় এসেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এ(বি) ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, বিজেপি নেতা পদ্মরাজন ২০২০ সালের জানুয়ারিতে স্কুলের বাথরুমে দশ বছরের এক শিশুকে বারবার নির্যাতন করত। মামলায় শিশুটি-সহ ৪০ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন এবং ৭৩টি নথি ও ১৪টি বস্তুগত প্রমাণ পেশ করা হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন চাইল্ড লাইনের কাছে খবর পৌঁছয় যে স্কুলের শৌচাগারে এক নির্মম অপরাধ ঘটেছে। এরপর শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ১৭ই মার্চ পান্নুর থানায় মামলা রুজু হয়। আদালতের রায়ে ন্যায়বিচারের দীর্ঘ লড়াই শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্যাতিতার পরিবার।