সমাজ মাধ্যমে মোদীর সমালোচনা করার জের, আলিপুরদুয়ারে পোস্টদাতাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ

শনিবার আলিপুরদুয়ারে এই ঘটনাটি ঘটে। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে কুমারগ্রামের বিজেপি নেতা বিপ্লব দাসকে।

April 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মত প্রকাশের স্বাধীনতা কি একেবারে তলানিতে মোদীর ভারতে? দেশের প্রধানমন্ত্রী-সহ বিজেপিশাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনামূলক পোস্ট করেছিলেন এক ব্যক্তি। তারপরই ওই পোস্টদাতার উপর চড়াও হন একদল। তাঁকে কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ উঠছে। অভিযোগ, ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয়। শনিবার আলিপুরদুয়ারে এই ঘটনাটি ঘটে। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে কুমারগ্রামের বিজেপি নেতা বিপ্লব দাসকে।

জানা গিয়েছে, বারবিশা এলাকার এক ব্যক্তি প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতাদের নামে আপত্তিকর পোস্ট করেছিলেন। শনিবার, কুমারগ্রামের জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসের নেতৃত্বে কয়েকজন ওই ব্যক্তির উপর চড়াও হন। হুমকি দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ। সম্পত্তি বিক্রি করে ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের গ্রেপ্তারির প্রতিবাদে এলাকায় বিজেপির তরফে প্রতিবাদ, আন্দোলনেও নামা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen