‘চিরকুমার’ দিলীপ ঘোষ বসছেন বিয়ের পিঁড়িতে, পাত্রী কে জানেন?

দিলীপের ঘনিষ্ঠমহলের বক্তব্য, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন

April 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘চিরকুমার’ দিলীপ ঘোষ বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে! বৃহস্পতিবার বিকেল থেকে এই খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের। পাত্রী রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের। দিলীপের ঘনিষ্ঠমহলের বক্তব্য, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। তিনি নাকি বলেছিলেন, এখন তো তাঁর সঙ্গে কেউ নেই। তিনি দিলীপের সঙ্গে থাকতে চান।

দিনীপুরের প্রাক্তন সাংসদ বিয়ের পিঁড়িতে বসছেন এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন বঙ্গের গেরুয়া শিবিরে। দাদা বিয়ে করছেন শুনে দিলীপের ‘ঘনিষ্ঠ’ বা দিলীপ গোষ্ঠীর লোকজন অবশ্য বেশিরভাগই হতাশ। দিলীপ যাতে বিয়ে না করেন, সেই মর্মে ‘সক্রিয়’ হয়েছেন সঙ্ঘ পরিবারের একাংশ। সঙ্ঘের দু’জন দিলীপের বাড়িতেও চলে গিয়েছেন! তবে দিলীপ অনড়। তিনি জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এখন আর ফেরা সম্ভব নয়। তবে দলের একাংশ তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিলীপকে আগাম শুভেচ্ছা জানাতে দিল্লি থেকে তাঁর বাড়িতে যাচ্ছেন সুনীল বনসল এবং সতীশ ধন্দ।

শুক্রবার দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ-রিঙ্কুর চারহাত এক হবে। কারণ, দিলীপ আড়ম্বরে বিশ্বাস করেন না। তাই আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। গৃহবধূ। এক পুত্রের জননী। তাঁর ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। ঘটনাচক্রে, ইডেনের বক্সে রিঙ্কুর পুত্রও ছিলেন ৩ এপ্রিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen