স্ত্রী-সন্তানকে ফেলে প্রতিবেশী বউদির সঙ্গে উধাও BJP নেতা, সুতিতে চাঞ্চল্য

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:২৬: মুর্শিদাবাদের সুতিতে (Murshidabad Suti) চাঞ্চল্য। স্ত্রী-সন্তান ছেড়ে প্রেমিকার সঙ্গে উধাও হয়ে গিয়েছেন বিজেপির এক মণ্ডল সভাপতি। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর স্ত্রী। মুখ খুলেছেন প্রেমিকার স্বামীও। অভিযোগ, একবার নয়, তিনবার নিজের স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোড়ন।

জানা গিয়েছে, ওই বিজেপি নেতার নাম সোমনাথ দাস (Somnath Das)। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এসে তাঁর স্ত্রী, সুতির মহেসাইল ১ নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌমিতা দাস (Moumita Das) অভিযোগ করেন, প্রতিবেশী এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সোমনাথ। মাস দু’য়েক আগে রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কা দাস (Priyanka Das) নামে ওই মহিলাকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তিনি। মৌমিতার দাবি, বারবার বিভিন্ন জায়গায় ঘুরে বিচার চাইতে হলেও মেলেনি কোনও সমাধান। তিনি প্রশ্ন তোলেন, “ছোট সন্তান ও স্ত্রীকে ফেলে রেখে কীভাবে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া (Adultery) করতে পারে একজন মানুষ?”

এদিকে ক্ষোভে ফেটে পড়েছেন প্রিয়াঙ্কার স্বামী ক্ষুদিরাম দাস (Khudiram Das) ওরফে ভোলা। তাঁর অভিযোগ, “গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার কারণে সোমনাথের সঙ্গে পরিচয় হয়েছিল। ওর জন্য আমরাও ভোটে পরিশ্রম করেছি। কিন্তু সেই সূত্রেই সোমনাথের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আমার স্ত্রী। ছ’ বছরের ছেলেকে ফেলে হঠাৎ বাড়ি ছেড়ে পালিয়েছে। আমি আর ফিরিয়ে নেব না।” ক্ষুদিরামের দাবি, “এটা তৃতীয়বার পালিয়েছে সে। সন্তানের কথা ভেবে আগে ফিরিয়ে এনেছিলাম। কিন্তু আর বাড়িতে ঢুকতে দেব না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen