বিহারে বিজেপি নেতার ওপরেই দিনের আলোয় গুলি, আইনশৃঙ্খলার অবনতি চরমে

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩২: বিহারের খাগারিয়া জেলায় দিনের আলোয় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাস্তায় দাঁড়িয়েই গুলি চালিয়ে চম্পট দেয়, আর সেই হামলায় গুরুতর জখম হন দিলীপ কুমার, যিনি খাগারিয়া জেলা বিজেপির অন্যতম বড় নেতা। এই ঘটনার ভয়াবহতা আরও একবার তুলে ধরেছে যে বিজেপির রাজ্যেই তাদের নিজেদের নেতারা নিরাপদ নন, আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে।

গাঙ্গৌর থানা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বুকে গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত দিলীপ কুমারকে স্থানীয়রা ছুটে নিয়ে যান খাগারিয়া সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে ঘোষণা করেন। দ্রুত উন্নততর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় তাঁকে।

রাজনীতিতে বহু বছর ধরে সক্রিয় এই নেতা বিজেপির খাগারিয়া ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে মন্ডল কার্যকারিণী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও রাজনৈতিক মহলে তাঁর যথেষ্ট প্রভাব থাকায় ওই হামলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দলীয় কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল উদ্বেগ।

বিহারের এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে, বিজেপি দাবি করা “আইনশৃঙ্খলা রক্ষা” বাস্তবে মুখ থুবড়ে পড়েছে। এমনকি নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতারা পর্যন্ত যখন দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়ছেন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে, সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বিহার জুড়ে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ক্রমবর্ধমান অপরাধ ও দুষ্কৃতী দৌরাত্ম্যের এই নজির আবারও রাজনৈতিক মহলে ক্ষোভের জন্ম দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen