মমতার প্রশংসায় সুব্রহ্মণ্যম স্বামী, কী বললেন তিনি?

প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সমসময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন।

June 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সমসময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বইয়ের সূত্রে ধরে তাঁর দুরদর্শিতা ও বাস্তববোধের প্রশংসা করলেন। শুক্রবার সমাজমাধ্যম তিনি লিখেছেন, ‘২০২৩ সালের মধ্যবর্তী সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তাঁর কবিতার একটি বইয়ের ইংরেজি সংস্করণ উপহার দিয়েছিলেন। ‘কবিতাবিতান’ নামাঙ্কিত ওই ৮৯৬ পাতার বইটির বেশ কয়েকটি কবিতা আমি পড়েছি। তারপর আজ ওই বইয়ের ৪৪৫ পাতার ‘গার্ডিয়ান’ কবিতাটি পড়লাম। আমি স্তম্ভিত! মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরদর্শিতা ও বাস্তববোধ কতটা সুদূরপ্রসারী, তা বুঝতে পেরেছি।’

এর আগে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন সুব্রাহ্মণ্যম স্বামী। মমতার লড়াই-সংগ্রামকে কুর্ণিশ জানিয়েছিলেন দেশের রাজনীতিতে পোড়খাওয়া এই নেতা। রাজনৈতিক মহলে খবর, মমতা ও সুব্রাহ্মণ্যমের সম্পর্ক যথেষ্ট মধুর। ফলে সুব্রাহ্মণ্যমের এদিন কবিতাবিতান বইয়ের সূত্র ধরে মমতার প্রশংসাসূচক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাচক্রে বৃহস্পতিবার নবান্নে এসে মমতার সঙ্গে বৈঠক করে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেস নেতৃত্বের তরফে মমতার কাছে বিশেষ কোনও বার্তা এসেছে কি না, সেটা নিয়েও জোর চর্চা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen