স্বাধীনতা মন্তব্য নিয়ে কঙ্গনাকে বিঁধলেন এই বিজেপি সাংসদ

নেটমাধ্যমে কঙ্গনার বক্তব্যের একটি ছোট্ট ক্লিপ প্রকাশ করেছেন বরুণ।

November 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

১৯৪৭ সালে স্বাধীনতা মেলেনি। মিলেছিল ‘ভিক্ষা’। এমন মন্তব্যের জন্য এ বার কঙ্গনা রানাউতকে বিঁধলেন বিজেপি সাংসদ বরুণ গাঁধী। তিনি বলেন, ‘‘এই ধরনের মন্তব্য করা দেশবিরোধী কাজ। এর বিরুদ্ধে আমাদের সরব হওয়া জরুরি। সরব না হলে যাঁরা দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’’

নেটমাধ্যমে কঙ্গনার বক্তব্যের একটি ছোট্ট ক্লিপ প্রকাশ করেছেন বরুণ। ওই ভিডিয়ো ক্লিপে কঙ্গনাকে হিন্দি ভাষায় বলতে শোনা গিয়েছে, ‘‘১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়। ছিল ভিক্ষা। স্বাধীনতা তো ২০১৪ সালে এসেছে।’’ বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের প্রক্ষিতেই বিজেপি সাংসদ বলেন, ‘‘মহাত্মা গাঁধীর ত্যাগকে খাটো করা, তাঁর হত্যাকারীকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার কথা তো ছেড়েই দিলাম। এ বার মঙ্গল পাণ্ডে, রানি লক্ষ্মীবাঈ, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু-সহ লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে। এই ধরনের চিন্তাভাবনাকে পাগলামি বলব না কি রাজদ্রোহ বলব?’’

বিজেপি সাংসদ আরও বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে লক্ষ লক্ষ সংগ্রামীর অবদান মানুষ কোনও দিন ভুলবে না। আর এই ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বলেও এড়িয়ে যাওয়া যায় না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen