নন্দীগ্রামে তৃণমূল করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে

আরজি কর-এর ঘটনার মাঝেই নন্দীগ্রামে এক ভয়ানক ঘটনা ঘটে গেল। যা ফের একবার মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। তৃণমূল করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ উঠল।

August 17, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর-এর ঘটনার মাঝেই নন্দীগ্রামে এক ভয়ানক ঘটনা ঘটে গেল। যা ফের একবার মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। তৃণমূল করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ উঠল।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে রীতিমতো রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নন্দীগ্রাম গোকুলনগর। তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে ৩০০ মিটার দৌড়তে বাধ্য করল বিজেপির দুষ্কৃতীরা। তারপর নিগ্রহ। আপাতত এক বিজেপি নেতা গ্রেপ্তার। সবকজনের গ্রেপ্তার চাই ।’

কুণাল ঘোষ তৃণমূল কর্মীর নন্দীগ্রাম থানার আইসিকে হাতে লেখা একটি চিঠির ছবি অবধি পোস্ট করেছেন। এই পোস্ট অনুযায়ী, পূর্ব আক্রোশের কারণে ওই তৃণমূলের কর্মীর স্ত্রীকে তাঁর অবর্তমানে বাড়িতে ঢুকে টেনে হিঁচরে রাস্তায় নামিয়ে আনা হয়। সেইসঙ্গে বাড়তে ভাঙচুর, টাকা, জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছেন বিজেপির কয়েকজন। ওই তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপির লোকেরা তাঁর স্ত্রীকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার অবধি বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen