পুরুলিয়ায় খোদ দলের কর্মীকেই আক্রমণ BJP বিধায়কের

October 9, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: পুরুলিয়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধেই খোদ বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, বুধবার রাতে থানার সামনেই তাঁকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া সদর থানা এলাকায়। মারধরের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, আহত বিজেপি কর্মী ও বিধায়ক, তাঁর দলবল হাতাহাতিতে জড়িয়েছেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

আক্রান্ত বিজেপি কর্মীর নাম সুরজ শর্মা। সুরজের দাবি, বুধরাতে বালি বোঝাই একটি ওভারলোড ট্রাক্টরকে আটকান তিনি। আইনি পদক্ষেপের কথা বলেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় থানায়।

অভিযোগ, থানায় দলবল নিয়ে হাজির হন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। থানায় ডাকা হয় সুরজকেও। অভিযোগ উঠছে, বালি মাফিয়াদের সঙ্গে মিলে বিধায়ক ও তাঁর দলবল ওই বিজেপি কর্মীকে মারধর করে। এখন ওই বিজেপি কর্মী পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen