নাবালিকাকে ধর্ষণ BJP বিধায়কের, দায়ের POCSO মামলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪০: হিমাচল প্রদেশের চুরাহ কেন্দ্রের তিনবারের বিজেপি (BJP) বিধায়ক হান্স রাজের (Hans Raj) বিরুদ্ধে এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের ও ধর্ষণের (Rape/Sexual Assault) অভিযোগে পকসো (POCSO) আইনে মামলা দায়ের হয়েছে। মাত্র একদিন আগেই তাঁর ব্যক্তিগত সহকারী ও এক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপহরণের অভিযোগে এফআইআর হয়েছিল, আর এবার সরাসরি বিধায়ক নিজেই আইনের জালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বয়ান রেকর্ড করার পর শুক্রবার বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ নম্বর ধারাতেও মামলা হয়েছে।
এই ঘটনায় এটি তৃতীয় মামলা। গত বছরও ওই নাবালিকা বিধায়ক হান্স রাজের বিরুদ্ধে অশালীন বার্তা পাঠানো ও নগ্ন ছবি দাবি করার অভিযোগ তুলেছিল। সেই সময় পুলিশ তদন্তের পর রহস্যজনকভাবে মামলার ক্লোজার রিপোর্ট জমা দেয়।
কিন্তু চলতি বছর ২রা নভেম্বর ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে জানান, বিধায়ক হান্স রাজ তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তারা তাঁর বাবাকে হয়রান করছে এবং বিধায়কের অনুগামীরা চাপ দিচ্ছেন যাতে তিনি আগের অভিযোগ প্রত্যাহার করেন।
এরপরই বৃহস্পতিবার ওই বিধায়কের দুই ঘনিষ্ঠ সহযোগী, যার মধ্যে একজন তাঁর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অপহরণ, মারধর, ভয় দেখানো ও ষড়যন্ত্রমূলক অপরাধে নতুন মামলা দায়ের হয়। অভিযোগকারীর বক্তব্য, গত বছর বিধায়ক ও তাঁর সহযোগীরা জোর করে তাঁকে ও তাঁর মেয়েকে শিমলায় নিয়ে গিয়ে মোবাইল কেড়ে নেয়, হুমকি দেয় এবং একটি “স্ক্রিপ্টেড ভিডিও” রেকর্ড করায়, যাতে জনগণ ও প্রশাসনকে বিভ্রান্ত করা যায়।
ঘটনাটি হিমাচল বিজেপির ভেতরে তীব্র অস্বস্তি তৈরি করেছে। বিরোধীরা বলছেন, নরেন্দ্র মোদির “বেটি বাঁচাও” স্লোগান বাস্তবে শুধুই ভণ্ডামি, কারণ বিজেপি-শাসিত রাজ্যে নাবালিকা নির্যাতনে অভিযুক্ত হচ্ছেন তাঁরই দলের বিধায়করা।