যোগীর রাজ্যে এবার খুন বিজেপি বিধায়কের আত্মীয়
নরেশবাবু পেশায় ছিলেন এক কন্ট্র্যাক্টর।
শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের এক ৬০বছর বয়সী আত্মীয়কে গুলি করে হত্যা করা হয়। উত্তরপ্রদেশের মুরাদনগরের বিজেপি বিধায়ক অজিত পালের মামা ঐ নিহত ব্যক্তি। তাঁর নাম নরেশ ত্যাগী। তাঁর আরেক পরিচয় প্রাক্তন মন্ত্রী রাজ পাল ত্যাগীর শ্যালক তিনি।
নরেশবাবু পেশায় ছিলেন এক কন্ট্র্যাক্টর। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ সিহানি থানার অন্তর্গত লোহিয়া নগর অফিসার্স কলোনিতে তিনি যখন প্রাতঃভ্রমণে যান তখনই অজ্ঞ্যাতপরিচয় দুই ব্যাক্তি স্কুটারে করে এসে তাকে গুলি করে। একটি গুলি এসে মাথায় লাগে নরেশের। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে নরেশবাবুকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ সুপার জানান কালানিধি নইথানি জানান যেখানে নরেশবাবু নিয়মিত প্রাতঃভ্রমণে যেতেন সেখানে চারটি গুলির খোল পাওয়া যায়। এই পার্কের ঠিক বিপরীতেই থাকেন জনতা দলের (ইউনাইটেড) নেতা কে সি ত্যাগী।
এই হত্যার তদন্ত করতে পুলিশ পাঁচটি দল গঠন করেছে। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ঐ অঞ্চলের সমস্ত সিসিটিভির ফুটেজ জোগাড় করা হয়েছে এবং সেগুলিও খুঁটিয়ে দেখা হচ্ছে।