পুলিশকে কুপিয়ে মারার নিদান দিলেন BJP বিধায়ক! বিতর্ক রাজনৈতিক মহলে

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একই ডাক দেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুলিশকে কুপিয়ে মারার নিদান দিলেন বিজেপি’র বিধায়ক! রবিবার বিকালে গাইঘাটা ব্লকের ঘোঁজাবাজারে একটি পথসভার আয়োজন করে বিজেপি। মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে এই পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘রাজ্যে সনাতনীদের উপর নির্বিচারে অত্যাচার হচ্ছে। পুলিস তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রতিবাদ করে কিছু পোষ্ট করলেই পুলিস তাকে গ্রেপ্তার করছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিস খাকি উর্দি পড়ে মনে করছে, সবকিছু তাদের হাতে। সকল সনাতনী জেগে উঠুন। হাতে অস্ত্র তুলে নিন। খাকি উর্দিধারীদের টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন।’

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একই ডাক দেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আত্মরক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেন তিনি। উসকানিমূলক কথা বলায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। বিজেপি বিধায়কদের এই ধরনের মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘একজন জনপ্রতিনিধির মুখে এধরনের কথা মানায় না। আগামী নির্বাচনে স্বপন মজুমদার বিধায়ক হতে পারবেন না। সেই হতাশা থেকে ভুলভাল বলছেন। প্রশাসনের উচিত, তাঁর বিরুদ্ধে মামলা করা।’ কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ বলেন, ‘কংগ্রেস সব ধর্মকে সম্মান দিয়ে চলতে জানে। একজন বিধায়কের মুখে এই ধরনের কথা শোভা পায় না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen