‘মোদী বাংলাদেশি’, SIR আবহে অদ্ভুত দাবি খোদ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৮: SIR-র শুনানি পর্ব শুরু হয়েছে। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন রাজবংশী বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ (Anant Maharaj)। তাঁর প্রশ্ন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। তাহলে কাগজ কাকে দেখানো হবে? বিজেপির রাজ্যসভার সাংসদের এহেন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি সাংসদের আরও দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গেলে ভোটারদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। কোনও পরিষেবা পাওয়া যাবে না। এই প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটাররা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিজেপি সাংসদের এই মন্তব্যে কোচবিহার জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
রবিবার, দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দেন অনন্ত মহারাজ। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর নাম বাদ গেলে ডিনেটশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেছেন। ডিটেনশন ক্যাম্পে রেখে সেই ভোটার বাংলাদেশি না ভারতীয় তা প্রমাণ করা হবে। এর পরই তিনি বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। প্রমাণটা কে করবে? ওঁরাই তো বাংলাদেশি।” তাঁর কথায়, “দেশের মাথারাই বাংলাদেশি, আমরা কাকে কাগজ দেখাব।”
অনন্ত মহারাজকে এর আগেও SIR নিয়ে একাধিকবার বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে। এবার দেশের প্রশাসনিক প্রধানদের নিশানা করলেন তিনি। যা নিয়ে অনন্তকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।