দলের অস্বস্তি বাড়িয়ে ফের ‘বেসুরো’ অনন্ত মহারাজ! SIR শুনানিতে রাজবংশী হেনস্তার অভিযোগে কমিশনকে চিঠি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১৫: ফের দলের অস্বস্তি বাড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের দলের অবস্থানের উল্টো পথে হেঁটে এসআইআর (SIR) শুনানিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের ‘হেনস্তা’ করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। শুধু অভিযোগ তোলাই নয়, এই মর্মে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠিও দিয়েছেন অনন্ত মহারাজ। বিজেপি (BJP) সাংসদের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় গেরুয়া শিবির।
এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন অনন্ত মহারাজ। কিছুদিন আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তালিকায় যাদের নাম থাকবে না, তাদের ডিটেনশন ক্যাম্পে (detention camp) পাঠানো হবে। সেই মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। সেই রেশ কাটতে না কাটতেই তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দিয়ে শোরগোল ফেলে দেন। বারবার তাঁর এহেন মন্তব্যে যখন দল অস্বস্তিতে, ঠিক তখনই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ফের ‘বেসুরো’ গাইলেন তিনি।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সাধারণ মানুষকে অহেতুক হয়রান করা হচ্ছে। আদতে শুনানির নামে হেনস্তাই আসল উদ্দেশ্য বলে দাবি ঘাসফুল শিবিরের।
অন্যদিকে, বিজেপি এতদিন এই অভিযোগ নস্যাৎ করে এসেছে। দলের দাবি, ভোটার তালিকা স্বচ্ছ করতে এবং ‘ভূতুড়ে’ ভোটারদের বাদ দিতে এই প্রক্রিয়া অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, ‘‘ভোট দিতে যেতে কোনও অসুবিধা না হলে, শুনানিতে যেতেও সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়।’’
কিন্তু দলের এই ঘোষিত অবস্থানের বিপরীতে গিয়েই এবার অনন্ত মহারাজের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি অভিযোগ করলেন, এসআইআর শুনানিতে ডেকে রাজবংশীদের (Rajbanshi) হেনস্তা করা হচ্ছে। এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হওয়ায় কার্যত বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিলেন বিজেপি সাংসদ। নির্বাচনের মুখে উত্তরবঙ্গের এই প্রভাবশালী নেতার এমন অবস্থানে বিজেপির অন্দরে অস্বস্তি যে কয়েক গুণ বাড়ল, তা বলাই বাহুল্য।