বিজেপি সাংসদ রাজ্যসভায় মাতঙ্গিনী হাজরাকে বললেন মুসলিম, এবার কী বলবেন শুভেন্দু?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: আজ বুধবার, (১০ ডিসেম্বর) রাজ্যসভায় উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মা স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে মুসলিম তকমা দেন। এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মেদিনীপুরের মাটিতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে তাঁর নাম অমর হয়ে আছে। সেই বীরাঙ্গনাকেই মুসলিম তকমা দেওয়ায় প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন এ বিষয়ে নীরব?
এর আগে বাংলার নবজাগরণের দূত রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উচ্চশিক্ষামন্ত্রী। বাংলার পদ্মশিবিরে সেই মন্তব্য নিয়েও অস্বস্তি তৈরি হয়েছিল।
রাজনৈতিক মহলের অভিযোগ, বাংলার মানুষ, সংস্কৃতি ও মনীষীদের প্রতি বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য ক্রমশ বেড়েই চলেছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় থেকে স্বামী বিবেকানন্দ – একাধিক বিশ্ববরেণ্য বাঙালি মনীষীকে হেয় করার চেষ্টা হয়েছে।
এই ঘটনায় সংসদে তৃণমূল সাংসদরা মৌন প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বাংলাকে অপমান করলে সংসদ থেকে রাজনীতির ময়দান- সর্বত্র প্রতিবাদ চলবে। সাধারণ মানুষও শীঘ্রই এই বাংলা-বিরোধী মানসিকতার যোগ্য জবাব দেবে বলে দাবি তৃণমূলের।