বিমানবন্দরে হঠাৎ ‘বিরাশি সিক্কার’ থাপ্পড়ের শিকার কঙ্গনা! কিন্তু কেন? ভাইরাল ছবি ও ভিডিও

জানা গিয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মারা ওই মহিলা জওয়ান আসলে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।

June 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কঙ্গনা রানাউতকে সপাটে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠল CISF-এর এক মহিলা জওয়ানের বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে ঘটল অবাঞ্ছিত ঘটনা। কঙ্গনা রানাউতকে সপাটে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠল CISF-এর এক মহিলা জওয়ানের বিরুদ্ধে। কিন্তু কেন মাণ্ডির ভাবী সাংসদকে চড় মারলেন তিনি?সূত্রের খবর, ২০২১-এ দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে একের পর এক আক্রমণাত্মক টুইট করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনা রানাউত। এমনকি আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন তিনি।

সেই প্রেক্ষিতেই অভিনেত্রীর বিরুদ্ধে বেজায় চটেছিলেন শিখ সম্প্রদায়ের একাংশ। ফলে এবার চণ্ডীগড় বিমানবন্দরে তারই মাশুল গুণতে হল তাঁকে। জানা গিয়েছে, চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেক-ইন করার পর কঙ্গনা যখন বোর্ডিংয়ে যাচ্ছিলেন তখন তাঁকে চড় মারা হয়। কঙ্গনাকে থাপ্পড় মারা ওই মহিলা জওয়ান আসলে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।

দেখুন কঙ্গনাকে থাপ্পড় মারার সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen