অসমের শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা! BJP সাংসদের মন্তব্যে তোলপাড় দেশজুড়ে, সরব তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৩: ফের বিতর্কে বিজেপি (BJP) সাংসদ ব্রিজ লাল (Brij Lal)। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের রাস্তায় পাঁচজন সাফাইকর্মীকে থামিয়ে তাঁদের ‘বাংলাদেশি’ ও ‘সন্ত্রাসবাদী’ বলে দাগিয়ে দিলেন তিনি। ওই শ্রমিকরা দাবি করেছেন, তাঁরা অসমের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (NRC)-এ তাঁদের নাম রয়েছে। কিন্তু সাংসদ তাঁদের পরিচয় মানতে নারাজ। ভিডিওতে দেখা যায়, তিনি শ্রমিকদের “দেশের জন্য বিপদ” বলে উল্লেখ করেন এবং তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলেন।
ব্রিজ লাল, যিনি ১৯৭৭ ব্যাচের প্রাক্তন আইপিএস অফিসার এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন ডিজিপি, ভিডিওতে বলেন, “আমি জানি সন্ত্রাসবাদ কীভাবে কাজ করে। অসমে দায়িত্ব পালন করার সময় দেখেছি কীভাবে নকল পরিচয় তৈরি হয়। এরা বাংলাদেশি, আইএসআই-এর হস্তক্ষেপে এরা দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে”। (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি)
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) প্রশ্ন তুলেছেন, “বাঙালি দেখলেই বাংলাদেশি তকমা! এবার অসমের শ্রমিকদেরও সেই অপমান? বিজেপির (BJP) এই ঔদ্ধত্য কবে থামবে?”
ওই শ্রমিকদের নিয়োগকারী সংস্থা লায়ন্স সিকিউরিটি সার্ভিসেস জানিয়েছে, তাঁরা দৈনিক বেতনের ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। স্থায়ী কর্মীরা ছুটিতে থাকায় তাঁদের ৩০০ টাকা মজুরিতে কাজে নেওয়া হয়েছে।