থার্মোকলের টুকরো ছড়িয়ে পরিষ্কার করার নাটক করলেন নিশীথ

ভিডিওটিতে দেখা গিয়েছে, রাজ্যের এক রাজবাড়ি পরিষ্কার করার সময় কিছু লোককে ময়লা ফেলতে বললেন নিশীথ। তারপর নিজেই তা পরিষ্কার করছেন।

March 7, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ময়লা পড়ে থাকলে ঝাঁট দিয়ে পরিষ্কার কেউ কেউ করে থাকেন ঠিকই। তবে পরিষ্কার জায়গায় ময়লা ফেলে তা ঝাঁট দিয়ে লোকদেখানি পরিষ্কার করার ঘটনা খুব একটা শোনা যায়নি। এবার ভোটের বাজারে তাও হচ্ছে। সম্প্রতি কোচবিহার রাজবাড়ির ভেতরে এক রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে তেমনই দুটো ভিডিও ক্লিপ ভোটের আগে রাজনীতির পারদ অনেকটাই চড়িয়ে দিয়েছে। একটা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, কোচবিহার রাজবাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা থার্মোকলের টুকরো ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা যাচ্ছে কোচবিহারের বিজেপি এমপি নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik)।

শনিবার তার পাল্টা একটা ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়। তাতে রয়েছে পরিষ্কার থাকা মাঠে এমপি’র সামনেই একাধিক লোক থার্মোকল ছিঁড়ে ফেলছেন। পরে সেই ফেলা থার্মোকল টুকরো ঝাঁট দিয়ে সাফাই করছেন সাংসদ, কেবল সেই ছবিটিই তোলানো হচ্ছে। পার্থবাবুর পোস্ট করা সেই ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যদিও দুটো ফুটেজের কোনওটাই যাচাই করেনি দৃষ্টিভঙ্গি ।

তৃণমূলের জেলা সভাপতি শীতলকুচির তৃণমূল (Trinamool) প্রার্থী পার্থপ্রতিমবাবু ওই ভিডিও পোস্ট করে লিখেছেন— কোচবিহারের এমপি নিশীথ প্রামাণিক রাজবাড়িতে কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের পর রাজবাড়িকে পরিষ্কার করবার নাটক সাজিয়ে নিজে মাঠ নোংরা করছেন এবং তারপর ঝাড়ু দিচ্ছেন। সেটা ভিডিওটি পরিষ্কারভাবে তুলে ধরেছেন রাজবাড়িতে ওই সময়ে বেড়াতে আসা একজন পর্যটক। তাঁর অভিযোগ এভাবেই দেশজুড়ে বিজেপি ফেক প্রচার চালাচ্ছে। আর ভোটের মুখে বিজেপি এমপি’র এরকম চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হতেই অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবিরের নেতারা।

সম্প্রতি কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি ও পর্যটন দপ্তর উদ্যোগে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসব হয়। ওই মহোৎসব শুরু হওয়ার আগে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এতে রাজবাড়ির গরিমা বিঘ্নিত হবে দাবি করে অনুষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপে রাজবাড়ির মাঠেই ওই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের পরে রাজবাড়ি চত্বরে আবর্জনার স্তূপ, বাগানের গাছ নষ্ট হয়েছে। অনেক প্রাচীন রেলিং ভেঙে দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল নেতারা সরব হয়েছিলেন।

এরপরে রাজবাড়ি চত্বর পরিচ্ছন্ন করার অভিযানে নামে বিজেপি (BJP)। খোদ বিজেপির কোচবিহারের এমপি নিশীথবাবু মাঠ পরিষ্কার করেন। কিন্তু এদিন আচমকাই ওই ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। তৃণমূল (Trinamool) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) নিশীথ প্রামাণিকের ভিডিও টুইট করে লেখেন, ‘বিজেপির বিগ স্ক্যাম ধরা পড়ে গেল।’ ভিডিওটিতে দেখা গিয়েছে, রাজ্যের এক রাজবাড়ি পরিষ্কার করার সময় কিছু লোককে ময়লা ফেলতে বললেন নিশীথ। তারপর নিজেই তা পরিষ্কার করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen