ফের BJP-র অস্বস্তি বাড়ালেন সৌমিত্র খাঁ, ‘ব্যর্থ নেতা’ বলে কাদের ইঙ্গিত গেরুয়া সাংসদের?

আবারও দলের বিড়ম্বনা বাড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই সৌমিত্র খাঁ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিচ্ছেন

July 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও দলের বিড়ম্বনা বাড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই সৌমিত্র খাঁ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিচ্ছেন। ভরাডুবির কারণ নিয়ে সংগঠনের নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এবার লোকসভা ভোটের ফলাফল নিয়ে বৈঠকে আরও বিস্ফোরক তিনি।

লোকসভা ভোটের পর বিজেপির প্রথম বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে যোগ দিয়ে বুধবার সৌমিত্র খাঁ বললেন, এই ফল প্রত্যাশিতই ছিল। সঠিক দিশা না-পেলে দল ফের ‘ফেল’ করবে। তিনি আরও বলেন, দলকে ঘুরে দাঁড়াতে হলে অবিলম্বে সাংগঠনিক রদবদলের প্রয়োজন রয়েছে। ব্যর্থদের কেউ পছন্দ করে না, দলের সাংগঠনিক পরিকাঠামোয় নতুনদের জায়গা দেওয়া উচিত।

সৌমিত্র বলেন, দলে নতুনদের সুযোগ দিতে হয়। দিল্লির সাংগঠনিক রদবদল নিয়ে ভাবা উচিত। গ্রামের মানুষের কাছে প্রচার করতে হবে যে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সব কেন্দ্রের। সঠিক দিশা দেখাতে পারলে হবে, নইলে পুরো ফেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen