প্রার্থী হচ্ছেন না BJP সাংসদ উপেন্দ্র, MMS ফাঁসই কি কারণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। বারাবাঙ্কি আসন থেকে আবারও বিদায়ী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতকেই (Upendra Singh Rawat) টিকিট দিয়েছে বিজেপি। ঘোষণার পরই সাংসদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।সেই অশ্লীল ভিডিও ফাঁস হতেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন উপেন্দ্র সিং। খোদ সাংসদ জানিয়েছে […]

March 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রার্থী হচ্ছেন না BJP সাংসদ উপেন্দ্র, MMS ফাঁসই কি কারণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। বারাবাঙ্কি আসন থেকে আবারও বিদায়ী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতকেই (Upendra Singh Rawat) টিকিট দিয়েছে বিজেপি। ঘোষণার পরই সাংসদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
সেই অশ্লীল ভিডিও ফাঁস হতেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন উপেন্দ্র সিং। খোদ সাংসদ জানিয়েছে এ’ কথা।

ভাইরাল ভিডিওতে, উপেন্দ্র সিং রাওয়াত বিছানায় এক স্বল্পবসনা সুন্দরীর সঙ্গে মদ্যপানে রত অবস্থায় দেখা যায়। কয়েকটি X-হ্যান্ডেল থেকে ভিডিওর ছবি টুইটও করা হয়েছে। সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের ব্যক্তিগত সচিব দিনেশ চন্দ্র রাওয়াত অভিযোগ জানিয়ে FIR দায়ের করেছেন। অভিযোগ উঠেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংসদের ভুয়ো আপত্তিকর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

এরপরই বিজেপি (BJP) সাংসদ জানান, ‘ডিপফেক প্রযুক্তির মাধ্যমে একটি ভিডিও এডিট করে ভাইরাল করা হয়েছে। আমি FIR করেছি। আমি নিরাপরাধ প্রমাণিত না হওয়া অবধি ভোটে লড়ব না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen