দিনে জনসভা, রাতে কার্ফু, যোগী সরকারকে কটাক্ষ বরুণের

করোনার নয়া স্ট্রেইন ওমিক্রন রুখতে উত্তরপ্রদেশ সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

December 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরপ্রদেশে ভোটের আগে নরেন্দ্র মোদী ও যোগী সরকারের অস্বস্তি ফের বাড়ালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। করোনার নয়া স্ট্রেইন ওমিক্রন রুখতে উত্তরপ্রদেশ সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ইতিমধ্যে ওমিক্রন আতঙ্কে উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু। এনিয়ে পিলভিটের বিজেপি সাংসদের কটাক্ষ, রাতে কার্ফু, আর দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষকে ডেকে মিটিং-মিছিল করা হচ্ছে। কোভিড না ভোট, সরকার কোনটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে? মানুষ ধন্দে। 


এই প্রথম নয়, এর আগেও ‘বরুণ কাঁটা’য় বিদ্ধ হয়েছে যোগী সরকার। লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী আশিস মিশ্রের ছেলে অজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছিলেন তিনি। এমনকী কৃষি আইন বাতিলের পর মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সবর হতে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের এই সাংসদকে। এবার ভোটমুখী উত্তরপ্রদেশে নাইট কার্ফু নিয়ে বরুণের তোপ, ‘দিনে লক্ষাধিক মানুষকে নিয়ে জনসভা করা হচ্ছে। আর রাতে কার্ফু জারি করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ মানুষের সাধারণ জ্ঞানের পরিপন্থী। সরকারের নজর কোনদিকে মানুষ বুঝতে পারছেন না।’ ওমিক্রন পরিস্থিতিতে যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর তীব্র সমালোচনা করেছেন বরুণ। তিনি বলেন, ‘ওমিক্রন ঠেকানো, নাকি ভোটে শক্তি প্রদর্শন? সরকারকে সততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen