সংসদে বিরোধীদের ধর্ণা ভণ্ডুল করতে উঠেপড়ে লাগলো বিজেপির সাংসদরা
বিরোধী দলগুলির ১২জন রাজ্যসভার সাংসদের বরখাস্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন বিরোধী সাংসদরা

১২জন রাজ্যসভার সাংসদের বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন বিরোধী সাংসদরা। এবার প্রতিবাদ আন্দোলনে নেমে বিরোধীদের ধর্ণা বন্দুল করতে আজ ময়দানে নামলেন ভারতীয় জনতা পার্টির সাংসদরা।
বিজেপি সাংসদরা বিরোধী দলগুলির ‘বিশৃঙ্খল’ আচরণের বিরুদ্ধে শুক্রবার সংসদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করলেন। যদিও অন্যদিকে, বিরোধী দলগুলির ১২জন রাজ্যসভার সাংসদের বরখাস্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন বিরোধী সাংসদরা।

রোজকার মতো বিরোধী দলগুলির ১২জন সাংসদের বরখাস্তের বিরুদ্ধে ধর্ণা চলছিল সংসদের গান্ধী মূর্তির পাদদেশে। আজ সকালে ‘সংবিধান বাঁচাও যাত্রা’র নাম করে সেখানে গিয়ে ধর্নামঞ্চে ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বিজেপির সাংসদরা বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
