চব্বিশে মহিলা ভোট আনতে মরিয়া BJP, নয়া কী প্রতিশ্রুতি মোদীর?

চব্বিশে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। তাই মহিলা ভোটারদের মন জয়ে কার্যত মরিয়া মোদী ও তাঁর দল। এই আবহে বুধবার আবারও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে ‘লাখপতি’ বানানোর স্বপ্ন দেখালেন মো

December 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চব্বিশে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। তাই মহিলা ভোটারদের মন জয়ে কার্যত মরিয়া মোদী ও তাঁর দল। এই আবহে বুধবার আবারও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে ‘লাখপতি’ বানানোর স্বপ্ন দেখালেন মোদী।

মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন মোদী। সেখানেই তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে লাখপতি বানাতে চান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে ক্রমেই কোনঠাসা বিজেপি, কৃষক ও শ্রমিকরাও খুশি নন মোদী সরকারের কর্মকাণ্ডে। ফলে মহিলা ভোটকে হাতিয়ার ছাড়া চব্বিশ পেরোনো সম্ভব নয় বিজেপির। মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মোদী এমন কথা বলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen