ফের রবীন্দ্রনাথকে ‘অপমান’! সুকান্তর সভামঞ্চে পায়ের কাছে কবিগুরুর ছবি? নিন্দায় সরব তৃণমূল


তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, “এটাই বিজেপির বাংলা-বিরোধী মুখ।” শুধু দলের অফিশিয়াল হ্যান্ডেল নয়, একাধিক নেতা-নেত্রীরাও সুকান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা (Sudip Raha) এই ঘটনাকে বিজেপির মানসিকতার প্রতিফলন বলে কটাক্ষ করেছেন।
শাসকদলের বক্তব্য, “আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সর্বোচ্চ আসনে রাখি। কিন্তু বিজেপি তাঁদের পায়ের কাছে রাখে। সুকান্ত মজুমদার একটি অনুষ্ঠানে সাবলীলভাবে রবীন্দ্রনাথের ছবি মঞ্চে পায়ের কাছে রেখে দিলেন। এটাই বিজেপির আসল বাংলা-বিরোধী চেহারা। ভাষা থেকে শুরু করে বাংলার ঐতিহ্য—সবকিছু ধ্বংসের চেষ্টা করছে ওরা।”
তৃণমূলের আক্রমণ শুরু হতেই পাল্টা সাফাই দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কোনওভাবেই অসম্মান করার উদ্দেশ্য ছিল না। অনুষ্ঠানস্থলের জায়গা সংকীর্ণ হওয়ায় অনিচ্ছাকৃতভাবেই ওইভাবে ছবি রাখা হয়েছিল।