বিজেপির নাম বদলের রাজনীতির নতুন শিকার জিম করবেট উদ্যান?
কয়েকদিন আগে এই জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। এরপর ভিজিটার্স বুকে জিম করবেটের জায়গায় রামগঙ্গা জাতীয় উদ্যান লেখেন তিনি।

এবার কি তাহলে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানেরও নাম বদলাতে চলেছে? এমনটাই ইঙ্গিত দিয়েছেন পার্কের ডিরেক্টর।
কয়েকদিন আগে এই জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। এরপর ভিজিটার্স বুকে জিম করবেটের জায়গায় রামগঙ্গা জাতীয় উদ্যান লেখেন তিনি। তারপরই এই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়।
এব্যাপারে একটি বিবৃতি জারি করেছেন জাতীয় উদ্যানের ডিরেক্টর। তাতে লেখা হয়েছে, ৩ অক্টোবর কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী অশ্বিনী চৌবে জাতীয় উদ্যান পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, এই জাতীয় উদ্যানের নাম বদলে রামগঙ্গা জাতীয় উদ্যান রাখা হবে।
১৯৩৬ সালে জঙ্গলে ঘেরা এই এলাকা জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। নাম রাখা হয় হেইলি জাতীয় উদ্যান। ১৯৫৬ সালে বিখ্যাত শিকারি এডওয়ার্ড জেমস করবেটের নামে পার্কের নতুন নামকরণ করা হয়।