মালদায় বিজেপির ভাঙ্গন অব্যাহত, তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রধানসহ সদস্যরা
আজ থেকে গ্রাম পঞ্চায়েতের বোর্ড তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হবে।

উত্তরবঙ্গে বিজেপির (BJP) ভাঙ্গন অব্যাহত। গত লোকসভা এবং সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তর বঙ্গে বিজেপি ভালো ফল করলেও বিজেপি সাংসদ এবং বিধায়করা যেভাবে উত্তর বঙ্গ রাজ্যের দাবি করতে শুরু করেছেন, তার ফলে একের পর এক বিজেপি নেতা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যোগ দিচ্ছেন তৃণমূলে (TMC)।
আজ গাজোল (Gajole) ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত রানীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাস ও গ্রাম পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মার হাত ধরে ব্লক সভাপতি, দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজ থেকে গ্রাম পঞ্চায়েতের বোর্ড তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হবে।