পাকিস্তানে মুম্বই হামলা নিয়ে কথা বলার পর জাভেদকে নিয়ে বিভেদ সঙ্ঘ সমর্থকদের মধ্যে

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

February 23, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছি গীতিকার তথা কবি জাভেদ আখতার একটি প্রশ্নের উত্তরে বলেন, ২৬/১১-র মুম্বই হামলার সন্ত্রাসবাদীরা পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় নাগরিক এবং মুম্বইয়ের বাসিন্দা হিসেবে পাকিস্তানকে যে বার্তা দেওয়া উচিত তাই করেছেন তিনি।

কিন্তু মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলা জাভেদ আখতারকে এহেন আচরণ করতে দেখে একই সঙ্গে অবাক এবং উৎফুল হয়েছেন সঙ্ঘ সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি জাভেদ আখতারের এমন পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির অন্যতম পোস্টের গার্ল কঙ্গনা রানাওয়াত।

সমাজমাধ্যমে যেসব সঙ্ঘ সমর্থক দুদিন আগে অবধি কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করে পোস্ট করছিলেন যে জাভেদ আখতারের পাকিস্তান থেকে ফেরত আসার ভিসা বাতিল করে দেওয়া হোক, তারাই এবার পড়েছেন মহা ফাঁপরে। যেখানে কঙ্গনা বলছেন যে জাভেদ আখতার পাকিস্তানকে ঘরে ঢুকে মেরে এসেছেন, সেখানে গেরুয়া শিবিরের তথাকথিত টুইটার আর্মি ঠিক কি করবে, বুঝতেই পারছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen