বিজেপি শাসিত রাজ্যগুলি মহিলাদের জন্য ‘নরক’, ন্যায়বিচার কেবলই মিথ: তোপ তৃণমূলের

December 26, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: বিজেপি শাসিত রাজ্যগুলিতে তলানিতে ঠেকেছে নারী নিরাপত্তা। অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার এ নিয়ে তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। শুক্রবার X হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) একটি পোস্টে তৃণমূল দাবি করেছে, বিজেপি শাসিত ভারতে মহিলারা কেবল বর্বরোচিত যৌন অপরাধের শিকারই হচ্ছেন না, তাঁরা এক জীবন্ত নরকযন্ত্রণা ভোগ করতে বাধ্য হচ্ছেন। যেখানে ন্যায়বিচার মানে কেবল‌ই মিথ।

তৃণমূলের অভিযোগ, বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসন সক্রিয়ভাবে নির্যাতিতাদের কণ্ঠস্বর রোধ করছে। নিজেদের বক্তব্যের স্বপক্ষে তৃণমূল (TMC) তিনটি সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে

১. উন্নাও কান্ড: তৃণমূলের পোস্টে উল্লেখ করা হয়েছে উন্নাও ধর্ষণ কান্ডের দোষী সাব্যস্ত এবং বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) কথা। এক নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী হওয়া সত্ত্বেও সে এখন জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

২. ওড়িশার মর্মান্তিক ঘটনা: ওড়িশায় এক ২০ বছর বয়সী কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতির কথা তুলে ধরা হয়েছে। অধ্যাপকের দ্বারা ক্রমাগত যৌন হেনস্থার শিকার হয়ে ওই ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত মারা যান।

৩. মধ্যপ্রদেশে মহিলাকে ধর্ষণে প্রসঙ্গ: মধ্যপ্রদেশের শিবপুরী পৌরসভার বিজেপি পুরপ্রধানের (Municipal Council President) বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তৃণমূল (TMC) জানিয়েছে, ওই নির্যাতিতা বিচার না পেয়ে শেষ পর্যন্ত ঘুমের ওষুধ ও ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, কারণ বিজেপি শাসনে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।

শুধু ঘটনার উল্লেখই নয়, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও এদিন একহাত নিয়েছে তৃণমূল।

তাদের অভিযোগ:
* রাজ্য প্রশাসন ধর্ষকদের রক্ষা করছে এবং নির্যাতিতাদের আবর্জনার মতো ফেলে রাখছে।
* জাতীয় মহিলা কমিশনকে (NCW) ‘ঠুঁটো জগন্নাথ’ বা দন্তহীন পুতুল বলে কটাক্ষ করা হয়েছে, যারা এসব নৃশংসতার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করছে না।
* সংবাদমাধ্যম বা ‘গদি মিডিয়া’ সরকারের তোষামোদ করতে ব্যস্ত এবং সত্য ঘটনা ধামাচাপা দিচ্ছে।
* পুলিশ প্রশাসন মেরুদণ্ডহীন দর্শকের ভূমিকা পালন করছে এবং বিজেপি গুন্ডাদের তান্ডব দেখেও নিষ্ক্রিয় থাকছে।

সবশেষে মোদী সরকারের (Modi Govt) বহু চর্চিত ‘ডবল ইঞ্জিন’ সরকারকে বিঁধে তৃণমূলের মন্তব্য, বিজেপির (BJP) এই আইনশৃঙ্খলা আসলে “ধর্ষকদের স্বর্গরাজ্য এবং নির্যাতিতাদের জন্য দুঃস্বপ্ন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen