রাজনৈতিক হারাকিরি? অনন্তকে রাজ্যসভায় পাঠানোয় বঙ্গভঙ্গের দাবিতেই সায় BJP-র?

অনন্ত মহারাজের বঙ্গভঙ্গ তথা গ্রেটার কোচবিহারের দাবি ঠেকাতে মূলমন্ত্র হতে চলেছে জয় বাংলা?

July 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজনৈতিক হারাকিরি? অনন্তকে রাজ্যসভায় পাঠানোয় বঙ্গভঙ্গের দাবিতেই সায় BJP-র?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভায় কি এবার জয় বাংলা স্লোগান প্রাচুর্য্য পরিলক্ষিত হবে? অনন্ত মহারাজের বঙ্গভঙ্গ তথা গ্রেটার কোচবিহারের দাবি ঠেকাতে মূলমন্ত্র হতে চলেছে জয় বাংলা?


দৃষ্টিভঙ্গির সম্ভাবনাই সত্যি হয়েছে, রাজ্যসভা আসনে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে প্রার্থী করেছে বিজেপি। সব ঠিক থাকলে বাংলা থেকে বিজেপির হয়ে তিনিই প্রথম রাজ্যসভায় যাবেন। বিজেপি নেতারা বারবার বাংলাভাগের দাবিতে সরব হয়েছেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে গেরুয়া নেতা-মন্ত্রীরা লাগাতার সওয়াল করেন। সেখানে বাংলা ভাগের দাবিতে সরব এমন একজনকে প্রার্থী করে কি বিজেপি বঙ্গভঙ্গের ছক কষতে? জোরালো হচ্ছে সে প্রশ্ন।

পৃথক উত্তরবঙ্গর দাবি তুলে একুশের বিধানসভা ভোটে ফায়দা পেয়েছিল বিজেপি। গেরুয়া নেতারা নিজেদের গড় ভাবতে আরম্ভ করেছিল উত্তর বাংলাকে। সদ্য প্রকাশিত পঞ্চায়েতের ফলে কিন্তু ছবিটা বদলেছে। উত্তরবঙ্গে এখন ম্লান হয়ে গিয়েছে বিজেপির দাপট। গড় তো দূরস্ত, নিজ নিজ বুথেও পদ্ম ফোটাতে পারেনি, অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিক, জন বার্লার মতো উত্তর থেকে কেন্দ্রের মন্ত্রীরা। বলাবাহুল্য, মানুষের রায় স্পষ্ট তারা আর আলাদা উত্তরবঙ্গ চায় না। কিন্তু বিজেপি বঙ্গভঙ্গের দাবিকে জিইয়ে রাখতে চায়, সেই কারণে কি বাংলা ভাগের দাবিতে লড়াই জারি রাখা অনন্তকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen