এজেন্টের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ সুজাতার

ভোটের দিন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা BJP-র বিরুদ্ধে সরব হন।

April 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘তৃণমূল এজেন্টদের বাড়িতে পাঠানো হচ্ছে সাদা থান। তাঁদের স্ত্রীদের হুমকির সুরে বলা হচ্ছে, স্বামী এজেন্ট হিসেবে বসলেই পরতে হবে এই শাড়ি।’ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, ‘তৃণমূল এজেন্টদের বাড়িতে হামলা করা হচ্ছে। চালানো হচ্ছে ভাঙচুর।

ভোটের দিন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা BJP-র বিরুদ্ধে সরব হন। তিনি জানান, তৃণমূলের এজেন্টদের নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে। তাঁদের মা-দের বলা হচ্ছে কোল খালির জন্য প্রস্তুত থাকুন। এটাই BJP-র কালচার, দাবি সুজাতার। এখানেই শেষ নয়, তাঁর দাবি, ‘তৃণমূল কর্মীদের মায়েদের বলা হচ্ছে ছেলে বুথে গেলে কোল খালি হয়ে যাবে।’

এদিন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। আরামবাগের গৌরহাটির শুভয়পুর গ্রামে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। এরপরেই কার্যত গর্জে ওঠেন সুজাতা। তিনি বলেন, ‘ CRPF জওয়ানরা BJP-র এজেন্টদের মতো কাজ করছে বলে দাবি করেছেন সুজাতা। আরামবাগের প্রার্থীর দাবি, CRPF জওয়ানরাই বলে দিচ্ছেন, ‘কমল মে ভোট দেনা’। কিন্তু ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো সম্ভব নয়, স্পষ্ট দাবি সুজাতার। এই তৃণমূল প্রার্থীর হুঙ্কার, ‘বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনী।’

বাংলার আট দফা নির্বাচনের তৃতীয় দফা আজ। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মোট ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ। গত দুই দফার থেকে অভিজ্ঞতা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার খাতিরে নজিরবিহীনভাবে ১৬ কেন্দ্রেই জারি ১৪৪ ধারা। এর মধ্যে রয়েছে হাওড়ার ৭টি, দক্ষিণ ২৪ পরগণার ১৬টি ও হুগলির ৮টি আসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen