রায়নায় তৃণমূলের মিছিলে তির ছোড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্থানীয়রা বলেন, বিজেপি এখানে অনেক লোকজন নিয়ে বক্স বাজিয়ে মিছিল করতে আসে।

April 4, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

পূর্ব বর্ধমানের রায়নাতে তৃণমূল প্রার্থী শম্পা ধাড়ার প্রচারে তিরধনুক নিয়ে আক্রমণের ঘটনায় উত্তেজনা ছড়াল বড় বৈনানে। শনিবার সকালে প্রচারে বেরিয়ে দুপুরে তৃণমূলের প্রচার মিছিল ওই গ্রামে ঢোকে। প্রার্থীর অভিযোগ, মিছিলে অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তিরধনুক ও অগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। আমার দিকে তির ছোড়া হয় খুব অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছেন। দু’জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। রায়নার বিজেপির কনভেনর কৃশানু দে বলেন, আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে তৃণমূলের মিছিল যাওয়ার সময়ে ওরা কটূক্তি করে। তখন বচসা বেধে যায়। পুলিস এসে আমাদের কয়েকজনকে তুলে নিয়ে যায়। 


এদিনই বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মেমারির কুচুট-২ অঞ্চল। শনিবার মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য শনিবার নওহাটি অঞ্চলে নির্বাচনী প্রচার শুরু করে। বক্স বাজিয়ে প্রচারে আপত্তি জানালে, বিজেপি কর্মীরা এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাদের মিছিলে যাওয়ার জন্য কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল হামলা করে বলে তাদের পাল্টা অভিযোগ। এই ঘটনায় প্রায় ১৫ জন জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।


কুচুট-২ অঞ্চলের তৃণমূল সভাপতি ইমদাদ হোসেন বলেন, বিজেপির মিছিলে কোনও অনুমতি ছিল না। আমরা পুলিসকে জানায়। কিন্তু তারপরেও মিছিল বিজেপি প্রার্থীর ১০-১২ টি গাড়ি ও লোকজন নিয়ে গ্রামে ঢোকে। গ্রামের দুটি মসজিদে তখন নমাজ চলছিল। এলাকাবাসীরা বক্স বাজিয়ে মিছিলে আপত্তি করে। তখনই ধুন্ধুমার বেধে যায়। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে তৃণমূলের লোকজন হামলা চালায়। তখনই প্রতিরোধ গড়ে তোলে বিজেপি।


স্থানীয়রা বলেন, বিজেপি এখানে অনেক লোকজন নিয়ে বক্স বাজিয়ে মিছিল করতে আসে। বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল ওদের মিছিলে। মিছিল আটকালে, আমাদের কয়েকজনের বাড়িতে ঢুকে মারধর করে। বেশ কয়েকটি বাইক ও চারচাকা গাড়িতে হামলা চালায়। বাড়ির জিনিসপত্র লুট করেছে। মহিলাদের মারধর করেছে। এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদের ওরা ছাড়েনি। একটা তিনবছরের বাচ্চাকেও মারধর করতে যায়। মেমারি থানার বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্য বলেন, আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করে বিজেপি। পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি আমরা। পুলিস ব্যবস্থা নিচ্ছে। বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাঁদেরকে নিয়ে চিন্তিত। কীভাবে অনুমতি ছাড়া গায়ের জোর দেখিয়ে মিছিল করে বিজেপি! কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen