করোনার ত্রাণের বিজ্ঞাপনেই খরচ ৫০ কোটি

বিজেপির জাতীয় সম্পাদক সুনীল দেওধর প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে রয়েছে ১২ নম্বরে। লেজিসলেটিভ কাউন্সিলের বিরোধী নেতা প্রবীণ দাড়েকার প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে ১৯ নম্বরে বিরাজ করছেন।

April 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সেবা করলেই কি শুধু হবে? সে তো দেখাতেও হবে। হ্যাঁ। এই প্রবাদই সত্যি প্রমান করলেন বিজেপির দুই নেতা। ফেসবুকের প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে মার্চ মাসের ১২ তারিখ থেকে ১০ই এপ্রিল এর মধ্যে বিজ্ঞাপনে সব থেকে বেশি খরচ করা ২০ ব্যক্তির মধ্যে রয়েছেন বিজেপির এই দুই নেতা। 

বিজেপির জাতীয় সম্পাদক সুনীল দেওধর প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে রয়েছে ১২ নম্বরে। লেজিসলেটিভ কাউন্সিলের বিরোধী নেতা প্রবীণ দাড়েকার প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে ১৯ নম্বরে বিরাজ করছেন।

করোনার ত্রাণের বিজ্ঞাপনেই খরচ ৫০ কোটি

এই বিজ্ঞাপনগুলি বেশিরভাগই কোভিড-১৯ অতিমারীর ত্রানকে কেন্দ্র করে। এই লিস্টের সবার ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পেজ। সেখানে বিজ্ঞাপনে খরচ করা হয়েছে ১৩ লক্ষ। তারপরেই রয়েছে বিরোধী দল পশ্চিমবঙ্গ বিজেপির পেজ। তাদের বিজ্ঞাপনে খরচ প্রাই ১১ লক্ষ। চতুর্থ স্থানে রয়েছে বিহারের বিজেপি রাজ্যসভা এমপি আর কে সিনহা। তার খরচ সাড়ে চার লক্ষ।

সব মিলিয়ে ত্রাণ এবং ফেসবুকে বিজ্ঞাপনে এ দেশে খরচ হয়েছে ৫০ কোটি টাকা। এই দৌড়ে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। সর্ব সাকুল্যে তাদের খরচ মাত্র ৪০,০০০ টাকা।

অসমের বিজেপি মূখ্যমন্ত্রী রয়েছেন ২২ নম্বরে। তার খরচ ১.১৩ লক্ষ। শিব সেনা, বিজু জনতা দলও রয়েছে ১০০- র মধ্যেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen