‘চাড্ডি’ পরে লাইভ ডিবেটে BJP মুখপাত্র! প্রশ্নের মুখে মোদীর নারী সুরক্ষার প্রচার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিতর্কিত ঘটনা। মুখে নারীসুরক্ষা ও “বেটি বাঁচাও, বেটি পড়াও”র মতো প্রচার হলেও কার্যত তার প্রতিফলন দেখা যাচ্ছে না- এমন অভিযোগ ফের উঠল বিজেপির বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে নয়া বিতর্কের ঝড় বইছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, News18 India-র এক লাইভ ডিবেট অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) উপরাংশে পাঞ্জাবি পরেছিলেন, কিন্তু নিম্নাংশে ছিল কেবল ‘অন্তর্বাস’ (জাঙিয়া)। ডিবেট চলাকালীন সেই দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
https://x.com/originalsibani/status/1966534922165748222
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে বিজেপি সর্বত্র নারীর সম্মান রক্ষার দাবি তোলে, অন্যদিকে তাদের শীর্ষ মুখপাত্রের এই কাণ্ড বিজেপির (BJP) রাজনৈতিক প্রচারকে প্রশ্নের মুখে ফেলেছে।
বিরোধী শিবির ইতিমধ্যেই ঘটনাটিকে হাতিয়ার করতে শুরু করেছে। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে সমালোচনা করে লিখেছেন, যে দল নারী সুরক্ষার কথা বলে, তাদের মুখপাত্রের এই প্রকাশ্য ‘নগ্নতা’ বিজেপির আসল চেহারাই তুলে ধরছে। তবে বিজেপির তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভিডিওর সত্যতা প্রমাণিত হোক বা না হোক, এই বিতর্ক মোদীর প্রচার কৌশল ও নারী সুরক্ষার বার্তার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছে।