পুরোনো খবরকে সাম্প্রতিক বলে প্রচার বিজেপির

খবরটি তিন বছর পুরোনো, ২০১৮ সালের। এই খবরটার সাথে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় আসার কোনও সম্পর্কই নেই। তিন বছর আগে এই খবরটি রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়েছিল।

May 7, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

দাবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) শোচনীয় পরাজয়ের পর থেকেই সামাজিক মাধ্যম ভরে গেছে একাধিক ভাইরাল মেসেজে। অন্য জায়গায় হিংসার ছবি ও ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে ঘটনাগুলি বাংলার।

সম্প্রতি রিপাবলিক টিভির একটি স্ক্রিন শট ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে হেডলাইনে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস পরিচালিত ১২৫ টি স্কুল বন্ধ করে দিচ্ছেন।

বিজেপি সমর্থক সঞ্জয় দীক্ষিত এই স্ক্রিন শটটি টুইট করেছেন

বিশ্ববাণী ডেইলির মুখ্য সম্পাদক বিশ্বেশ্বর ভটও একই খবরের স্ক্রিন শট টুইট করেছেন।

উত্তরপ্রদেশের বিজেপি এমএলসি সরোজিনী আগরওয়ালও একই টুইট করেন যদিও কোন খবরের স্ক্রিন শট ছাড়াই।

এছাড়াও বহু বিজেপি সমর্থক এই একই বিষয়ে টুইট করেছেন।

সত্যতা

খবরটি তিন বছর পুরোনো, ২০১৮ সালের। এই খবরটার সাথে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় আসার কোনও সম্পর্কই নেই। তিন বছর আগে এই খবরটি রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়েছিল।

তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সময় এই বিষয়ে বলেন, ‘আরএসএস পরিচালিত মোট ৪৯৩ টি স্কুল রাজ্যে আছে। এর মধ্যে ১২৫ টি স্কুলের কোন নো অবজেকশন সার্টিফিকেট নেই। তাই সেই স্কুলগুলিকে আগেই বন্ধ করার নোটিস দেওয়া হয়েছিল।’ এছাড়াও তিনি বলেন, ‘স্কুলগুলিতে ধর্মীয় অসহিষ্ণুতার এবং সন্ত্রাস করার শিক্ষা দেওয়া হয়। কোন স্কুলেই এইরকম কিছু মেনে নেওয়া হবে না।’

সুতরাং তিন বছর পুরোনো খবরকে বর্তমান সময়ের বলে প্রচার করছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen