উপনির্বাচনেও দেশজুড়ে গেরুয়া ঝড়

গুজরাট (Gujarat), উত্তরপ্রদেশ (Uttarpradesh), কর্ণাটকেও (Karnataka) বিজেপিই জিতছে।

November 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিহারে (Bihar) বিধানসভার ভোটের (Assembly Election) ফলে এগিয়ে এনডিএ (NDA)। একক সংখ্যা গরিষ্ঠতা (Single party majority) লাভ করে বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি (BJP)। এর পাশাপাশি ১১টি রাজ্যে ৫৮টি কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচনের (By election) ভোটগণনা। মধ্যপ্রদেশ (Madhyapradesh), গুজরাট (Gujarat), উত্তরপ্রদেশ (Uttarpradesh), কর্ণাটকেও (Karnataka) বিজেপিই জিতছে।

মধ্যপ্রদেশে উপনির্বাচন চ্যালেঞ্জ ছিল শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) কাছে। সেই চ্যালেঞ্জে কংগ্রেসকে (Indian National Congress) হারাতে সক্ষম হয়েছেন তিনি।২৮টি আসনের মধ্যে মোদী-শাহের দল এগিয়ে ১৯টি আসনে। ৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ১টিতে বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party)।

গুজরাটে বিধানসভার উপনির্বাচনে ৮টি আসনের মধ্যে ৮টিতেই এগিয়ে বিজেপি।

গুজরাটের মতো কর্ণাটকেও একই হাল। ২টি আসনের মধ্যে ২টিতেই এগিয়ে বিজেপি।

তেলেঙ্গানায় (Telangana) ১টি আসন, সেটিতেও এগিয়ে বিজেপি।

উত্তরপ্রদেশে ৭টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি।

মণিপুরে (Manipur) উপনির্বাচনে ৫টি আসনের মধ্যে ২টি জিতে গিয়েছে বিজেপি। বাকি ২টিতে তারা এগিয়ে।

ঝাড়খণ্ডে (Jharkhand) একটি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen