অপছন্দের প্রার্থী – একাধিক অফিস বন্ধ করে দিলেন বিজেপি কর্মীরা
সবমিলিয়ে প্রার্থী নিয়ে কালচিনিতে বিজেপির নেতা-কর্মীরা বিদ্রোহ ঘোষণা করায় ব্যাকফুটে গেরুয়া শিবির। যদিও প্রার্থী বিশাল লামা বলেন, এই ক্ষোভ মিটে যাবে। দিল্লি থেকে সরাসরি আমাকে প্রার্থী করা হয়েছে।

বিশাল লামাকে দলের প্রার্থী করার প্রতিবাদে সোমবার কালচিনিতে একাধিক মণ্ডল অফিস বন্ধ করে দিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বিজেপির (BJP) মণ্ডল সভাপতিরা দলীয় প্রার্থী বিশাল লামাকে বয়কট করার ডাকও দিয়েছেন। মণ্ডল অফিস বন্ধ রাখা ও দলীয় প্রার্থীর বয়কটের ডাকে গেরুয়া শিবিরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। যদিও এনিয়ে দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কালচিনিতে বিজেপির ৭, ৮, ৯ এবং ২০ নম্বর মণ্ডল কমিটি রয়েছে। কালচিনিতে বিজেপির মণ্ডল অফিসগুলি কালচিনি সদর, জয়গাঁ সদর, বস্তিবাজার ও রাজাভাতখাওয়াতে রয়েছে। বিশাল লামাকে প্রার্থী করার প্রতিবাদে রাগে ক্ষোভে ৮ এবং ৯ নম্বর সহ একাধিক মণ্ডল অফিস সোমবার সকাল থেকে বন্ধ করে দেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির মণ্ডল সভাপতিদের অভিযোগ, তৃণমূলের প্রার্থী হওয়ার আশায় সম্প্রতি কালচিনিতে বিমল গুরুংয়ের জনসংযোগ যাত্রায় বিশাল লামা যোগ দিয়েছিলেন। কিন্তু কালচিনিতে পাশাং লামা তৃণমূল প্রার্থী হতেই বিশাল লামার গুরুংয়ের প্রতি মোহভঙ্গ হয়। তারপরেই তিন দিন আগে দলে যোগ দিয়ে তিনি কীভাবে প্রার্থী হলেন?
বিজেপির ৮ নম্বর মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর বলেন, আমরা কোনওভাবেই বিশাল লামাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারব না। তাই দলীয় প্রার্থীকে আমরা বয়কট করছি। প্রার্থীকে বয়কটের পাশাপাশি মণ্ডল অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির ৯ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ কুজুর বলেন, মণ্ডলের বুথ স্তরের কর্মীদের বিশাল লামাকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই দলীয় প্রার্থী বিশাল লামাকে বয়কট করার সিদ্ধান্ত হয়েছে।
দলের ২০ নম্বর মণ্ডল সভাপতি বিজয় শর্মা বলেন, দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার সঙ্গে কথা না বলে বিশাল লামাকে (Bishal Lama) প্রার্থী করা হয়েছে। জেলা সভাপতির উপর আমাদের আস্থা আছে। তিনি এবিষয়ে যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মেনে নেব। সবমিলিয়ে প্রার্থী নিয়ে কালচিনিতে বিজেপির নেতা-কর্মীরা বিদ্রোহ ঘোষণা করায় ব্যাকফুটে গেরুয়া শিবির। যদিও প্রার্থী বিশাল লামা বলেন, এই ক্ষোভ মিটে যাবে। দিল্লি থেকে সরাসরি আমাকে প্রার্থী করা হয়েছে।