হজরত মহম্মদকে অপমানের জের, বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মা

আজ একটি বিবৃতি জারি করে বিজেপি দাবি করে, ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে। বিজেপি যে কোনও ধরনের যে কোনও ধর্মীয় অবমাননাকে নিন্দা করে

June 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জ্ঞানবাপি মসজিদ বিতর্কে উত্তাল দেশ। এরই মধ্যে এই বিতর্কে ইন্ধন জুগিয়েছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা (Nupur sharma)। একটি বেসরকারি সংবাদ সংস্থার আলোচনায় কুরুচিকর ভাষায় তিনি আক্রমণ করেন হজরত মহম্মদকে। যা নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। আর বিতর্কের আঁচ দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে পড়তেই নুপুরকে বিজেপি থেকে বহিষ্কৃত করা হল।

Image

ইতিমধ্যেই মুম্বই পুলিশ নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দেশজুড়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। উত্তর প্রদেশের একাধিক জায়গায় সাম্প্রদায়িক অশান্তিও শুরু হয়। এরপরই মধ্য প্রাচ্যের নানা দেশে টুইটার ট্রেনিং শুরু হয় মোদীর বিরুদ্ধে। হজরত মহম্মদের অপমান সহজে মেনে নেয়নি মুসলিম দেশগুলো। কূটনৈতিক চাপ তৈরি হতেই বিজেপিও নুপুর শর্মার সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলল।

আজ একটি বিবৃতি জারি করে বিজেপি দাবি করে, ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে। বিজেপি যে কোনও ধরনের যে কোনও ধর্মীয় অবমাননাকে নিন্দা করে। যারা এই ধরনের কাজ করে বিজেপি কখনও সেইসব ব্যক্তি অথবা দর্শনের প্রচার করে না।

এরপরই নুপুরকে দল থেকে বহিস্কার করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen